স্টাফ রিপোর্টার ॥ আপনজনের অন্যতম সদস্য, শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী প্রণব পালের মৃত্যুতে শোকসভা করেছে সামাজিক সংগঠন আপনজন। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আপনজনের সভাপতি অ্যাডভোকেট কামরুল হাছান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রয়াত প্রণব পালের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তাগণ আলোচনা করেন।
প্রণব পাল পেশায় ঔষধ ব্যবসায়ী ছিলেন কিন্তু ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততা ছিল। ফলে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা ছিল। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। বিনয়ী, পরোপকারী ও সাদা মনের মানুষ ছিলেন প্রণব পাল।
শোকসভায় স্মৃতিচারণ করে বক্তৃতা করেন আপনজনের সাবেক সভাপতি অ্যাডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ, সাবেক সভাপতি ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, সাবেক সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শাহীন, সাবেক সভাপতি শিশু সংগঠক বাদল রায়, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন, রাজনীতিবিদ অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, পিযুষ চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আরা, পরিবেশ আন্দোলন সংগঠক তোফাজ্জল সোহেল, প্রভাষক জালাল উদ্দিন রুমী, অ্যাডভোকেট সারোয়ার আলম শামীম, মটর মালিক গ্রুপের সেক্রেটারি শংখ শুভ্র রায়, খেলাঘরের সম্পাদক শুধাংশু সুত্রধর, সাংস্কৃতিক কর্মী বাবুল অধিকারী, আপনজনের সহসভাপতি শফিকুর রহমান তোফায়েল, পার্থ সারথী তালুকদার, মকসুদ আলী প্রমুখ।
প্রণব পালের মৃত্যুতে এবং আপনজন সদস্য পার্থসারথি তালুকদারের মাতা ঊষা রাণী তালুকদার, মোহাম্মদ শাহীনের শ্বশুর অ্যাডভোকেট এম এ মতিন খান ও অভিজিৎ চৌধুরীর পিতা অরুণাভ চৌধুরীর স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শোকসভায় গীতা পাঠ করেন আপনজনের অর্থ সম্পাদক প্রাণেশ রঞ্জন দাশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com