নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটের ঘনশ্যামপুরে মরহুম বীর মুক্তিযোদ্ধা এমরান মিয়ার স্ত্রী মিনারা বেগমের জমি দখল করে জোরপূর্বক হালচাষ করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় মুক্তিযোদ্ধার স্ত্রী বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের পিটিয়ে আহত করে।
অভিযোগে জানা যায়, ২১ আগস্ট সকালে মৃত মাউদ হোসেনের ছেলে জিতু মিয়া, মাতু মিয়া, কুতুব, হারুন মিয়া, মীর হোসেনসহ একদল লোক তাদের জমি জোরপূর্বক দখল করে হালচাষ শুরু করে। এতে মরহুম বীর মুক্তিযোদ্ধা এমরান মিয়ার স্ত্রী-সন্তান বাধা দিলে তাদেরকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের লোকজন। এসময় আশপাশের লোকজন এগিয়ে আহত মিনারা খাতুন (৪৫), ছেলে সাইফুল হোসেন (৩৮), তোফায়েল (৩০) ও তার ভাগনা মাসুক (২০)সহ আহতদেরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতলে ভর্তি করেন। আহত সাইফুলের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com