চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী তালুকদারের ছেলে ও নরসিংদী কাদের মোল্লা সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র জুবায়ের আলম রাফি (২০) মঙ্গলবার বিকেলে নিজ বসতবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। বুধবার সকাল ১১টার দিকে গাতাবলা শাহী ঈদগাহ ময়দানে রাফি’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মো: রমিজ উদ্দিন, প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, সাবেক মেম্বার আ: সহিদ ওরফে ছুরুক মিয়া, আছকির মিয়া মেম্বার, সাবেক মেম্বার আলহাজ্ব আব্দুল জাহির, বিশিষ্ট ধান ব্যবসায়ী আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী মহালদার, হাজী আকবর হোসেন, মিরাশী ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার সুরুজ আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফারুক মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমজীবী, পেশাজীবী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রাফি’র জানাজার নামাজ শেষে গাতাবলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জুবায়ের আলম রাফি’র মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রাফির মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com