স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে জীবন সংগ্রামে হার না মানা এক পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। বুধবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে পরিবারটির মেধাবী শিক্ষার্থীর হাতে সেলাই মেশিনটি তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ খবির উদ্দিন, দৈনিক মানবজমিন ও সিএনএন বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, খাদ্য পরিদর্শক শফিকুল ফরহাদ।
সূত্র জানাযায়, সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের তকবাজখানী গ্রামের একটি দরিদ্র পরিবার রয়েছে। কষ্ট করে দিনাতিপাত করেও ওই পরিবারের সদস্যরা লেখাপড়া চালিয়ে যাচ্ছে। দারিদ্রতা তাদের মেধাকে থামিয়ে রাখতে পারেনি। এই দরিদ্র পরিবারটি যেন কিছু একটা কর্ম করে পরিবারের হাল ধরতে পারে, সেই চিন্তা থেকে সাংবাদিক মখলিছ মিয়ার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা দরিদ্র ওই পরিবারের মেধাবী শিক্ষার্থীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন। এসময় ইউএনও মাসুদ রানা বলেন, ভবিষ্যতে এ ধরনের মেধাবী শিক্ষার্থীদেরকে যথাসম্ভব প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। দারিদ্রতার কারণে কোন মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবনে যেন কোন ব্যাঘাত না ঘটে সেই বিষয়টিও উপজেলা প্রশাসন গুরুত্বের সাথে বিবেচনায় রাখবে বলে জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com