স্বপন বণিক ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নৌকার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মতিউর রহমান খান এই লাইফ জ্যাকেট বিতরণ করেন। ১২ আগস্ট বুধবার দুপুর ১২টায় উপজেলা সদরের লঞ্চঘাটে ২০ জন মাঝির মাঝে এই লাইফ জ্যাকেট বিরতণ করেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান।
এসময় তিনি নৌ পরিবহনে যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী রাখা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন ও মালামাল পরিবহন না করার জন্য নৌকার মাঝিদের সতর্কতামুলক নির্দেশনা প্রদান করেন।
লাইফ জ্যাকেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, ঘাটের ইজারাদার মোবাশ্বির মিয়া, সুপারভাইজার রাজিব মিয়া, রাজু মিয়া প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com