সুমন আহমেদ বিজয় ॥ স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে লাখাই উপজেলা আওয়ামীলীগ। বুধবার দুপুরে লাখাই উপজেলা পরিষদ কার্যালয়ে লাখাই উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ মিয়া, জুয়েল রানা মেম্বার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, সফিক আহমেদ, রাসেল আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার ও শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল প্রমুখ।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com