চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দরিদ্র ক্যান্সার আক্রান্ত এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান এবং মাস্ক বিতরণ করা হয়েছে। গত এক সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুমূর্ষ রোগী খুঁজে বের করে চুনারুঘাট প্রবাসী গ্রুপের সদস্যরা। পরে তাদের চিকিৎসাবাবদ আর্থিক সহায়তা করেন। প্রথমদিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের একজন গরীব অসহায় মুমূর্ষ ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। পরে চুনারুঘাট উপজেলার মিরাশী এবং রাণীগাঁও ইউনিয়নের দুইজন গরীব অসহায় সড়ক দুর্ঘটনার রোগীকে প্রবাসী গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। এদিকে ৫ম ও ৬ষ্ঠ সহায়তা প্রদান এবং শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন- চুনারুঘাট প্রবাসী গ্রুপের যুগ্ম আহবায়ক মীর রাজিব, দাতা সদস্য আবুল খায়ের, দাতা সদস্য আব্দুল কাইয়ুম, সবুজ মিয়া, মুহাম্মাদ আলী, আফজাল মিয়া ও শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন রাণীগাঁও ইউনিয়নের আলোড়ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মোস্তাক মিয়া, সদস্য মোঃ জালাল, সুয়েব আহমেদ ও নাঈম চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চুনারুঘাট প্রবাসী গ্রুপের আহবায়ক মীর নিজাম উদ্দিন জানান- আমরা মানবসেবার মাধ্যমেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একঝাঁক তরুণ রেমিটেন্স যোদ্ধা কাজ করে যাচ্ছি। আল্লাহ্তায়ালা যেন অসহায় অসুস্থ মানুষদের দ্রুত সুস্থতা দান করেন। তিনি আরোও বলেন, সর্বোপরি প্রবাসী গ্রুপের সহায়তাকে আল্লাহ্ তায়ালা যেন কবুল করেন এবং সকলকে সার্বক্ষণিক সুস্থ রাখেন। আমাদের চুনারুঘাট প্রবাসী গ্রুপ একদিন অনেক দূূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।