মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে ফার্মেসী, খাবারের হোটেল, সীমিত আকারে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতিত সকল দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মঙ্গলবার রাত ১২টা থেকে আগামি ৪ এপ্রিল পর্যন্ত নির্দেশনাটি জারি থাকবে। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
এছাড়াও রাস্তায় জরুরি প্রয়োজন ব্যতীত বের না হয়ে প্রবাসীদের পাশাপাশি বাহুবলের সাধারণ বাসিন্দাদেরকেও হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিতে রাস্তায় কোন রকম জটলা, আড্ডা ও ভিড় জমাতে নিষেধ করা হয়েছে। উদ্দেশ্যবিহীনভাবে কাউকে ঘোরাঘুরি করতে দেখা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।