চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সসহ কর্মকর্তা কর্মচারিরা করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছেন। প্রতিদিন হাসপাতালে অসংখ্য রোগী জ্বর, সর্দি কাশিসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন। ডাক্তাররাও যথারীতি তাদের চিকিৎসা দিচ্ছেন। কিন্তু এজন্য সরকারি কিংবা বেসরকারিভাবে তাদেরকে দেওয়া হয়নি কোন মাস্ক, গাউন, টুপি, গ্লাবস কিংবা নিরাপত্তা সরঞ্জামাদি। ফলে ঝুঁকি নিয়েই তারা চিকিৎসা দিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা পিপিই এর জন্য বরাদ্দ চেয়ে পত্র দিয়েছেন। কিন্তু কবে তারা এসব সরঞ্জামাদি পাবেন তা কেউ জানেন না। এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। মারাত্মক কাশি, জ্বর বা গলাব্যথার কোন রোগী এলে ডাক্তাররা ভয়ে ভয়ে চিকিৎসা দিচ্ছেন। কোন কোন ক্ষেত্রে তারা চিকিৎসা না দিয়ে বাসায় অবস্থান করার কথা বলছেন। এ অবস্থায় ঝুঁকির মধ্যে রয়েছেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন বলেন- সরকারিভাবে এখনও কোন সরঞ্জামাদি যেমন, গাউন, টুপি, গ্লাভস, মাস্ক কোন কিছু আসেনি। আমরা চাহিদা পাঠিয়েছি। তিনি বলেন, এখন পর্যন্ত বেসরকারিভাবেও কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এগিয়ে আসেনি। সবাই আসে চিকিৎসা নিতে। কিন্তু আমরা কতটা ঝুঁকির মধ্যে আছি তা আমরা ছাড়া কেউ বলতে পারবে না। এজন্য তিনি ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।