স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে আবারো অবৈধভাবে বাজার স্থাপন করা হয়েছে। এতে করে যানজট সৃষ্টিসহ দাঙ্গা হাঙ্গামা এমনকি দুর্ঘটনাও ঘটছে। অভিযোগ রয়েছে প্রভাবশালীরা বাজার থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা নিচ্ছেন। সম্প্রতি প্রশাসন অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করলেও কিছুদিন যেতে না যেতেই আবারও এসব দোকানপাট বসানো হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত পুরোদমে বাজারে ব্যবসা চালানো হচ্ছে। প্রায় শতাধিকেরও বেশি দোকান ত্রিপাল ও ছাতা টানিয়ে মহাসড়কের পাশে বসানো হয়েছে। এতে করে মহাসড়কে যানজট লেগেই থাকে। প্রাণ কোম্পানী ছুটি হওয়ার পর এসব দোকান পাটের কারণে শ্রমিকদের চলাচলে ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, বেশ কয়েকজন লোক বিভিন্ন মহলের দোহাই দিয়ে এসব দোকান থেকে প্রতিদিন চাঁদা তুলেন। সরজমিনে গিয়ে অবৈধ বাজারের দৃশ্য দেখা যায়। হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানার ওসি জানান, কিছুদিন আগে অবৈধ বাজার উচ্ছেদ করা হয়েছিল। এখন যদি আবারো অবৈধভাবে স্থাপনা বসানো হয়ে থাকে তাহলে আবারও উচ্ছেদ করা হবে। কোন অবস্থাতেই এসব বরদাস্ত করা হবে না।