স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের ঔষধ ও মুদিমালের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। পাশাপাশি শহরে টমটমসহ যান চলাচল অনেকটা কমে যায়। বিশেষ করে চৌধুরী বাজার এলাকায় টমটম চলাচল বন্ধ হয়ে যায়। দোকানপাট ও যান চলাচল কমে যাওয়ায় হবিগঞ্জ শহর অনেকটা স্থবির হয়ে যায়। এর আগে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর মাইকিং করা হয়। এ প্রেক্ষিতে সন্ধ্যা ৬টার পর থেকে ব্যবসায়ীরা দোকানপাট নিজ নিজ উদ্যোগে বন্ধ করে দেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, রাত ৮টার দিকে শহর ঘুরে দেখেছি ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা মেনে নিজেদের উদ্যোগেই দোকানপাট বন্ধ করেছেন। তিনি বলেন- দেশের স্বার্থে এমনটা করা হয়েছে।