নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাংবাদিকতার দিকপাল, সিলেট বিভাগের রতœ, আর্ন্তজাতিক মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং ক্রাইম রিপোর্টার আল-আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে এমপি সাইফুজ্জামান শিখর কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নবীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র নতুনবাজার মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার। সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা জাপার সভাপতি শাহ আবুল খয়ের, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, মুরাদ আহমদ, এম এ আহমদ আজাদ, আশাহিদ আলী আশা, মোঃ অলিউর রহমান, শাহ সুলতান আহমদ, আকিকুর রহমান সেলিম, এম মুজিবুর রহমান, সলিল বরন দাশ, মুহিবুর রহমান, এম এ মুহিত, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, শওকত আলী, মুজাহিদ চৌধুরী, নুরুজ্জামান ফারুকী, শাহ মিজানুর রহমান, শামীম আহমদ চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, মুহিবুর রহমান চৌধুরী তছনু, তৌহিদ চৌধুরী, কাজী হাসান আলী, সংবাদপত্র এজেন্ট মুশাহিদ আলী, জহিরুল ইসলাম সোহেল, সানিউর রহমান তালুকদার, তাজুল ইসলাম, বিএনপি নেতা এম এ মুছাব্বির, মহসীন চৌধুরী, ওয়ারিছুল আম্বিয়া তালুকদার, নাবেদ মিয়া, মোঃ আলাল মিয়া, অঞ্জন রায়, কপিল উদ্দিন প্রমূখ।