আজ থেকে শুরু হলো বছরব্যাপী মুজিববর্ষ উদযাপন
মঈন উদ্দিন আহমেদ ॥ আজ ১৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত এই নেতা। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি। সরকারিভাবে দিবসটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদ্যাপিত হবে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে হবিগঞ্জে ব্যাপক প্রস্তুতি ঃ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। সকাল থেকে রাত পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ প্রথম প্রহরে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় শহরের টাউন হল রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, সকাল ৮টায় বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, হাট-বাজারসহ প্রতিটি ইউনিটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, সকাল ৯টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে মুজিববর্ষের জেলা পর্যায়ের অনুষ্ঠান উদ্বোধন, সুবিধামত সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় সীমিত আকারে আলোচনা সভা, স্থানীয় সামাজিক/সাংস্কৃতিক সংগঠনসমূহের সুবিধাজনক সময়ে স্যুভেনির, গ্রন্থ, দেয়ালপত্রিকা ইত্যাদি প্রকাশ; মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, রাত ৮টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আতশবাজি।