![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/ACCIDENT.jpg)
মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ডে ট্রাক ও মোটর সাইকেলের মাঝে সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মুর্শিদ মিয়া আহত হন।
প্রত্যক্ষদর্শী জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯৭০০) নং মাধবপুরে বাসস্ট্যান্ডে পৌঁছে বিপরীত দিক থেকে চলন্ত অবস্থায় মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটর সাইকেল চালক উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের মোঃ ইউনুছ মিয়া সাবেক মেম্বারের ছেলে মোঃ মুর্শিদ মিয়া (৩০) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।