চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘দুর্যোগ ঝুঁকি হ্র্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ শ্লোগানে চুনারুঘাট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে এ উপলক্ষে প্রথমে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপজেলার ডিসিপি স্কুলে আলোচনা সভা ও পরে মহড়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন জমদ্দারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর খান, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, ডিসিপি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তায়েবা খাতুন প্রমূখ।