সুমন আহমেদ, বিজয় লাখাই থেকে ॥ লাখাইয়ে করুনা ভাইরাস আতঙ্কে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণির ব্যবসায়ী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অধিক মূল্যে তা বিক্রি করছেন। কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অধিক মূল্যে তা বিক্রি করার আলামত পায় ভ্রাম্যমান আদালত। আর এ অপরাধে এক ফার্মেসীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা কর্মকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা কর্মকার বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।