মেয়ে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মা-বাবা’র অঙ্গিকার

সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জিতা কর্মকারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী সিমা আক্তার। সিমা আক্তার লাখাই উপজেলার করাব ইউনিয়নের সামসুল আলমের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিমা আক্তার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার বাবা সামসুল আলম জোর করে মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই মেয়েকে বিয়েতে রাজি করাতে পারছিলেন না। অবশেষে জোর করে সিমাকে হবিগঞ্জে নিয়ে গিয়ে বিয়ে দেয়ার চেষ্টাকালে সিমা মোবাইল ফোনে বিষয়টি লাখাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা কর্মকারকে অবহিত করে। সিমা’র ফোন পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক গতকাল মঙ্গলবার দুপুরে লাখাই থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য সহ সিমাদের বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে আলাপ করে বিয়ে বন্ধের নির্দেশ দেন। এসময় সিমা’র মা-বাবা মেয়ে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে অঙ্গিকার প্রদান করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনে তাদের ৫ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ লাখাই থানার একদল পুলিশ।