স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীড় সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিনটি রাস্তার উদ্বোধন, একটি বাজার উন্নয়ন ও দুইটি উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। গতকাল মঙ্গলবার এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি। প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে ৫২ লাখ টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জের পশ্চিম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন, ১৯ লাখ টাকা ব্যয়ে মেরামত হওয়া শায়েস্তাগঞ্জ দেউন্দি হয়ে ফরিদপুর নিশাপট রাস্তা, ১৩ লাখ টাকা ব্যয়ে মেরামত হওয়া শায়েস্তাগঞ্জ-দেউন্দি বাজার রাস্তার ও ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে পুরাই কলা বাজার উন্নয়ন। এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৮৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গংগানগর উচ্চ বিদ্যালয়ের ভবন এবং একই পরিমাণ টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জের মোজাহের উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে পৃথক সুধী সমাবেশে বক্তব্য রাখেন এমপি আবু জাহির। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ওবায়দুল বাশার, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদির জজ মিয়া, মাহবুবুর রহমান হিরো প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষার উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকভাবে কাজ করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়েমিত অভিভাবক ও মা সমাবেশ আয়োজন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতিদিন উপস্থিতি নিশ্চিতের নির্দেশনা দেন তিনি।