সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্বপ্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিসহ নানা কারণে বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। এ প্রেক্ষাপটে দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া জরুরি। দুর্যোগের কারণে প্রতি বছর দেশের বিপুলসংখ্যক জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ নির্মূলের কোনো পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি নূন্যতম পর্যায়ে রাখা সম্ভব হয়। ব্যাপক প্রস্তুতি ও সতর্কতামূলক পদক্ষেপ না নিলে যে কোনো মাত্রার দুর্যোগেই মানুষের দিশেহারা হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। কাজেই দুর্যোগ মোকাবেলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক প্রস্তুতির বিকল্প নেই। এবারের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসকে অর্থবহ করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে দেশের গৃহ ও ভূমিহীন ৬ লাখের বেশি পরিবারকে একটি করে দুর্যোগ সহনীয় পাকাবাড়ি নির্মাণ করে দেবে সরকার। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জিতা কর্মকার। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, রায়হান মেম্বারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।