স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় স্ত্রীর দায়ের করা মামলায় হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার মন্দরী গ্রামের শেখ হাবিবুল হককে (৪০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শেখ হাবিবুল হক মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হকের পুত্র।
পুলিশ সূত্র জানায়, ২০১০ সালের ৭ সেপ্টেম্বর শেখ হাবিবুল হকের সাথে বাদীনি ইয়োনা পারভীনের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময়ে তার স্বামীকে যৌতুক হিসেবে অনেক টাকা দেয়া হয়। এরপরও স্বামীর স্বাদ মিটেনি। গত ২০ ফেব্রুয়ারি পুনরায় তার কাছে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে। এতে অপারগতা প্রকাশ করলে তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গি সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় পারভীন বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার পুলিশ হবিগঞ্জ শহরের গানিংপার্ক এলাকায় অভিযান চালিয়ে শেখ হাবিবুল হককে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানায় পাঠিয়ে দেয়।
হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা নুরুজ্জামানের কন্যা ইয়োনা পারভীন (২৫) বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় শেখ হাবিবুল হকসহ দুইজনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার রিকুইজিশন বলে হাবিবুলকে গ্রেফতার করে ওই থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।