চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট শহরের উত্তর বাজারে দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের পাশে অবস্থিত মোঃ ফয়সাল আহমেদের মোটর সাইকেলের ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে হঠাৎ ফয়সাল আহমেদের মোটরসাইকেলের ওয়ার্কশপে আগুন দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। অনেকের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মোঃ আরিফ জানান, আগুনে ফয়সাল আহমেদের ওয়ার্কশপে থাকা ২টি পালসার ও ওয়ার্কশপের মালামাল পুড়ে গেছে। আমরা ধারণা করছি এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com