মশার উপদ্রব হতে শহরবাসীকে মুক্ত করতে হবিগঞ্জ পৌরসভা মশক নিধন অভিযান শুরু করেছে। সোমবার হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড হতে এ অভিযান শুরু করা হয়। প্রতিদিন ফগার মেশিনের মাধ্যমে ৪টি টিম এ অভিযানে কাজ করবে। গত ২৬ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরপরিষদের মাসিক সভায় মশক নিধনের সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সভার আলোচনায় উঠে আসে মশার প্রকোপের কথা। বৃষ্টি মওসুম শুরুর আগেই পুরো পৌর এলাকায় ব্যাপকভাবে মশক নিধন অভিযান পরিচালিত করার সিদ্ধান্ত নেয়া হয় ওই সভা থেকে। পৌরপরিষদের মাসিক সিদ্ধান্ত অনুযায়ী মার্চ মাসের প্রথম দিন হতেই মশক নিধন অভিযান শুরু করে পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাশ জানান, প্রতিটি ওয়ার্ডে দুদিন ৪টি করে টিম কাজ করবে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধনের জন্য ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটানো হবে। বিজ্ঞপ্তি