
নিজস্ব প্রতিনিধি ॥ শতবর্ষের ঐতিহ্যে লালিত হবিগঞ্জ শহরের যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ (জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজ) এর এলামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হককে আহবায়ক ও ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী গোলাম মুহাম্মদ মাওলা (জি এম মাওলা) কে সদস্য সচিব করে ১৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাধারণ ও আজীবন সদস্যদের নিবন্ধন সম্পন্ন, গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদন, গঠনতন্ত্র অনুসারে কার্যকরি কমিটি গঠন করে একটি অভিষেক অনুষ্ঠান আয়োজন করবে বলে সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন কমিটি ২০২৫ এর আহবায়ক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এবং সাজসজ্জা ও সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক ছিলেন জি এম মাওলা। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী এলামনাই এসোসিয়েশন গঠন করা হয়। যা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন আলী ইদ্রিস (১৯৬৪), বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান (১৯৬৫), বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী (১৯৬৬), মোঃ ইজাজুর রহমান (১৯৬৮), মোঃ মহিবুর রহমান (১৯৭০), আলহাজ্জ্ব মোঃ নুরুল ইসলাম (১৯৭২), মোঃ শহিদুর রহমান লাল (১৯৭২), মোঃ আব্দুল মজিদ (১৯৭৫), চৌধুরী সুভাষ চন্দ্র দেবনাথ (১৯৭৫), ছালেহ আহমেদ (১৯৭৫), মোঃ আব্দুল হান্নান (১৯৭৮), মোঃ আব্দুল কাইয়ূম (১৯৮১), মোঃ গোলাম মোহিত (১৯৮২), মোঃ শফিকুর রহমান (১৯৮২), শেখ কামাল উদ্দিন (১৯৮৪), মোঃ মিজানুর রহমান চৌধুরী (১৯৮৪), এডভোকেট মোঃ নুরুল ইসলাম (১৯৮৪), মোঃ মর্তুজ আলী (১৯৮৫), শওকত আলী খান (১৯৮৬), অমিতাভ দাস চৌধুরী (১৯৮৭), আজিজুর রহমান আজিজ (১৯৮৮), ওয়াহিদুর রহমান (১৯৯০), শাহ মশিউর রহমান কামাল (১৯৯০), মোহাম্মদ মাসুদ মিয়া (১৯৯০), ইসরাত শফি (১৯৯০), মোঃ ইকবাল হোসেন (১৯৯১), মোঃ আফরোজ মিয়া (১৯৯২), শাহ্ ফখরুজ্জামান (১৯৯৪), ফেরদৌস আহমেদ (১৯৯৪), মোঃ বাবুল মিয়া (১৯৯৫), প্রফেসর সৈয়দ মিছবাহ উদ্দিন (১৯৯৬), মওদুদ আহমেদ (১৯৯৬), শাহ মোঃ মনসুর আলম শামীম (১৯৯৬), শ্যামল আহমেদ (১৯৯৭), মোঃ লিটন মিয়া(১৯৯৮), মোঃ রায়হান (১৯৯৮), সুলতান আহমেদ (১৯৯৯), মোঃ সোয়েব আলী (১৯৯৯), মোঃ শফিকুর রহমান সিতু (২০০০), মোঃ আফজাল হোসেন (২০০০), মোঃ কুতুবুল আলম (২০০০), সামসুন্নাহার সোমা (২০০০), আবরু মিয়া হেলাল (২০০১), জিনিয়া আক্তার (২০০১), আনসার আহমেদ পলাশ (২০০১), মাহবুব সাদিক উজ্জ্বল (২০০১), এডভোকেট প্রতিম গোপ (২০০২), নুরুল হক কবির (২০০২), সেলিনা আক্তার (২০০২), হাবিবুর রহমান সবুজ (২০০২), মোঃ জিল্লুর রহমান (২০০৩), ডাঃ মীর মোঃ মঈন উদ্দিন ইমন (২০০৩), সৈয়দ ফারজানা তামান্না (২০০৩), সঞ্জয় রায় (২০০৪) এডভোকেট নুরুল আমিন (২০০৫), মাহমুদা বেগম (২০০৫), মোঃ হাফিজুর রহমান (২০০৫), জুনায়েদ আহমেদ(২০০৬), মোঃ সাইদুর রহমান(২০০৬), গোলাম মাহবুব (২০০৭), রাসেল আহমেদ (২০০৭), মোঃ শাকের আমিন (২০০৭), মোছাঃ শিমু আক্তার (২০০৭), মোঃ কাউছার (২০০৮), রুমা আক্তার(২০০৮), এম.জি তোফাজ্জল হোসেন সুমন (২০০৮), রাজিব গোপ (২০০৯), শিরিন আক্তার সোনিয়া (২০০৯), কে .বি রায়হান(২০০৯), মোঃ অলিউর রহমান (২০১০), মোঃ ফারুক হোসাইন (২০১০), হুসনা আক্তার রুমি (২০১০), নাদিরা আক্তার (২০১০), মোঃ সাইফুর রহমান তারেক (২০১১), শেখ ইলিয়াছ আলী তালুকদার (২০১১), শেখ ওসমান গনি রুমী (২০১১), জোসনা আক্তার জনি (২০১১), ডাঃ ফারজানা আক্তার শিপা (২০১২), মোঃ রবিন চৌধুরী (২০১২), মোঃ খলিলুর রহমান (২০১২), মোজাম্মেল হোসেন জুমন (২০১২), মাজহারুল ইসলাম রাব্বী (২০১২), সেলিম রানা (২০১৩), ফারজানা আক্তার সোনিয়া (২০১৩), মোঃ আরিফ শাহরিয়ার উদয় (২০১৪), মোঃ লিটন মিয়া (২০১৫), পলাশ আহমেদ (২০১৫), মোঃ আব্দুল আউয়াল (২০১৬), মোছাঃ আফরোজা আক্তার সাকি (২০১৬), মোঃ মোফাজ্জল হোসেন ইমন (২০১৬) গোলাম কিবরিয়া (২০১৬), মারুফা আক্তার ইমু (২০১৭), আসিফুল ইসলাম ইমন (২০১৭), মোহাম্মদ শেখ জনি (২০১৭), তাসলিমা আক্তার ঝুমা (২০১৭), নাজমুল হোসেন তুহিন (২০১৮), মোঃ রাহিম আহমেদ(২০১৮), হাফসা জাহান হাসি (২০১৯), মোঃ রুহুল আমিন (২০১৯), আব্দুল্লাহ আল রাশেদ মাহীম (২০১৯), বায়েজিদ আহমেদ সাকিব (২০২০) রিয়াজুল আহমেদ রবিন (২০২০), সাবরিনা জান্নাত হৃদিকা (২০২০), আরিফুল ইসলাম নাঈম (২০২০), যাইদুর রহমান সৌরভ (২০২১), আফিয়া রহমনা (২০২১), আরাফাত মাহমুদ রাহি (২০২১), শেখ কারিমা ইসলাম (২০২১), কাজী নাহিদ (২০২২), সৈয়দ তাওহীদ রহমান (২০২২), আরিফুল ইসলাম রিফাত (২০২৩), এম এইচ বিশ্বাস সাফায়েত (২০২৩), আবু নাছের মোঃ সামি (২০২৩), ইউসুফ হাসান আদিত্য (২০২৩), মেহরিন আক্তার (২০২৩), তাওকির রহমান (২০২৩), অনিক আহমেদ (২০২৩), সানজিদা ইসলাম স্মৃতি (২০২৩), ইশরাত জাহান (২০২৪), শাহ রাহিম হোসেন (২০২৫)।