স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। এ ছাড়া অন্যান্যের মধ্যে বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, এডিএম পাপিয়া আক্তার, এডিসি শিক্ষা ও আইসিটি অমিতাভ চত্রুবর্তী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, বানিয়াচংয়ের ইউএনও মাহমুদা বেগম। এখানে ১৮ জন শহীদের জন্য ১৮টি গাছ লাগানো হয়। বক্তারা বলেন জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করতে এই বক্ষরোপন। তাদের উদ্দেশ্য ছিলো বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা।