লাখাই বিএনপির সাথে মতবিনিময়ে জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগতকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শেখ হাসিনা গত ১৬টি বছর মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ আবারও তাদের ভোটের অধিকার ফিরে পাবে। আগামীতে জনগণের প্রতিনিধি নির্বাচিত করবেন বাংলাদেশের জনগণ। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের মুখে হাসি ফোটাতে কাজ করবে।
তিনি শনিবার দুপুরে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে লাখাই উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ দেশকে ভালোবাসে। দেশে গণতন্ত্র ফিরে আসুক মানুষ এটা প্রত্যাশা করে। গত ১৭টি বছর মানুষ ভোট দিতে পারে নাই। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে এটাই অন্তর্বর্তী সরকারের নিকট আমাদের সকলের প্রত্যাশা।
তিনি বলেন- ডেভিলরা সুযোগ পেলেই ছোবল দেয়ার চেষ্টা করবে। ডেভিলরা ছিল, ডেভিলরা আছে, ডেভিলরা থাকবে, এটা মাথায় রেখেই আমাদেরকে মাঠে থাকতে হবে। ডেভিলরা মাথাচাড়া দিলেই তাদেরকে প্রতিহত করতে হবে।
লাখাই উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, লাখাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, এস আর তালুকদার শাহিনুর প্রমুখ।