
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের মুকিমনগর এলাকায় ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি তুলে বিক্রি করছে একটি চক্র। এতে করে ফসলি জমির ক্ষতির পাশাপাশি সরকারি গোপাট ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, মুকিমনগর এলাকায় ডেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে বাড়িঘরের ভিট ভরাট করা হচ্ছে। টাকার বিনিময়ে মাটি উত্তোলন ও ভরাটের কাজ করছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মুকিমনগর এলাকায় বিকট শব্দ চলছে ড্রেজার মেশিনের। ড্রেজার দিয়ে উত্তোলিত মাটি পাইপ যোগে পরিবহন করে শেরপুর এলাকায় একটি প্লট ভরাট করা হচ্ছে। এসময় শেরপুর এলাকার নুর উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, আমরা এই গোপাট দিয়ে গবাদি পশু এবং ফসল আনা নেওয়া করি। গোপাট ভেঙে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।
মাটি উত্তোলনকারী আক্কাস মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, প্লট ভরাটের জন্য এক লক্ষ ঘনফুট মাটি বিক্রি করছেন তিনি। এ সময় তিনি মাটি উত্তোলন ও বিক্রির বিষয়ে কোন ধরনের অনুমোদন নাই বলেও স্বীকার করেন।