স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে বৈষম্য মামলার এক আসামিকে গাঁজা সরবরাহ করতে গিয়ে ফজলু মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেল পুলিশ। ধৃত ফজলু কারাবন্দী আসামীর বন্ধু। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকেই জেলা কারাগারে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। একেতো ১৫ দিন পর পর আসামির সাথে স্বজনদের সাক্ষাৎ করার নিয়ম চালু রেখেছে কর্তৃপক্ষ। তার উপর মাদক নিয়ে প্রবেশ করায় কারাগারে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে।
এদিকে আটক ফজলু মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের সাজা ও ১শ টাকা জরিমানা করা হয়। সে শহরের মোহনপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র।
সূত্র জানায়, বৈষম্য মামলায় কারাগারে থাকা তার এক বন্ধুর সাথে দেখা করতে যায় ফজলু। সাক্ষাতের কোনো এক ফাঁকে ফজলু তার বন্ধুকে গাঁজা সরবরাহ করে। বিষয়টি সিসি ক্যামেরায় দেখতে পেয়ে তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ বিষয়ে জেল সুপার জানান, এতো কড়াকড়ির মধ্যেও ফজলু মিয়া নামের এক ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে।