
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নারী ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোনো না কোনো হাসপাতাল, শপিংমল ও জনবহুল এলাকা থেকে ছিনতাই হচ্ছে। মাঝে মধ্যে জনতার হাতে এক দুইজন আটক হলেও কেউ বাদী না হওয়ায় সাথে সাথে তারা আদালত থেকে বেরিয়ে এসে এসব অপকর্মে জড়িয়ে পড়ে।
শহরের চাঁদের হাঁসি হাসপাতাল এলাকায় রোমানা নামের এক প্রসূতি নারী চাঁদের হাঁসিতে ডাক্তার দেখাতে আসেন। এ সময় কৌশলে তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় দুই নারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল গ্রামের সাদেক মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (২৮) ও পালান মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে ডা
ক্তার দেখাতে আসা নারী হঠাৎ দেখেন তার গলার সোনার চেইন নেই। তখন তিনি সামনে থাকা একটি ইজিবাইকে থাকা দুই নারীকে সন্দেহ করে চিৎকার দেন। পরে লোকজন এগিয়ে গিয়ে ইজিবাইক থামিয়ে তাদের আটক করে তল্লাশি চালিয়ে চেইন উদ্ধার করেন। খবর পেয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আউলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নেন।
থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ না থাকায় তাদের ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।’ পুলিশ জানায়, ধরন্ডল গ্রামের নারীরা প্রায়ই শহরের কাপড় ও প্রসাধনীর দোকানে ঘোরাফেরা করেন।