স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার থেকে শাকের মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে সর্বস্ব নিয়ে গেছে। সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তার জ্ঞান ফিরলেও তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন।
গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। শাকের মিয়া বানিয়াচং উপজেলার চান্দের মহল্লার মৃত মাসুম উল্লার পুত্র।