স্টাফ রিপোর্টার ॥ অন্যান্য শনিবারের ন্যায় আজও হবিগঞ্জ শহরের রাজনগর ফিডারের আওতাধীন বাসস্ট্যান্ড এবং বাইপাস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে শহরে মাইকিং করে জানানো হয়।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ- প্রত্যেক শনিবার এলেই মেরামত কাজ করার কথা বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ বিহীন করে রাখা হচ্ছে শহরবাসীর একাংশকে। দিনভর বিদ্যুৎ না থাকার কারণে প্রতি শনিবারই ভোগান্তিতে পড়তে হয় শহরবাসীকে। রান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজ করতে গিয়ে ভোগান্তির শিকার হন বিদ্যুৎ গ্রাহকরা।