লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহাজানপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে জায়গায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে নারীসহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। অভিযোগ, ওই সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- এক্তিয়ারপুর গ্রামের মোঃ জমজান মিয়া (৪৫), মোঃ জামির হোসেন (৬৫), মোছাঃ আসিয়া (৩৭), মোছাঃ মাইশা আক্তার, মোছাঃ হাবিবা আক্তার (২৫) ও আফজাল মিয়া (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়- এক্তিতারপুর গ্রামের মোঃ রমজান মিয়া ও শুকুর মিয়ার মাঝে জায়গায় জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন মোঃ রমজান মিয়ার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং বাড়ী হতে তাকে উচ্ছেদ করার হুমকি দেয়। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। ওই সময় নারী-পুরুষসহ ৬ জনকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ রয়েছে- হামলাকালে রমজান মিয়ার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান- এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।