স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের আলোচিত মানব পাচারকারী চক্রের সদস্য খলিলুর রহমান ওরফে পারভেজকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামের মোঃ কেতু মিয়ার পুত্র। দীর্ঘদিন ধরে মানুষকে বিভিন্ন কাজের প্রলোভন দিয়ে সে বিভিন্ন দেশে পাচার করে আসছে। ভোক্তভোগীরা সেখানে গিয়ে মাফিয়া চক্রের কাছে জিম্মি হয়ে বাংলাদেশ থেকে মুক্তিপণ পরিশোধের মাধ্যমে দেশে ফেরত আসে। তার খপ্পরে পড়ে একই গ্রামের শামীম মিয়া নামে এক যুবক বাড়ীঘর বিক্রি করে পারভেজের মাধ্যমে স্বপ্নের দেশ ইটালিতে যাওয়ার জন্য রওয়ানা হয়। লিবিয়া গিয়ে মাফিয়া চক্রের হাতে পড়ে আরো কয়েক লাখ টাকা দিতে হয় তাকে। দেশে এসে সে পারভেজের বিরুদ্ধে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করলে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। গত শুক্রবার চুনারুঘাট থানা পুলিশ পারভেজকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com