সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৫৩ জন কৃষকের মাঝে বিভিন্ন রকমের সবজি বীজ, ফলের চারা, নেট জাল, জৈব সার, বীজ সংরক্ষণ করার পাত্র ও সাইনবোর্ড স্থাপন উপলক্ষে উপকরণ বিতরণ করা হয়। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান এর নেতৃত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিধান দেব নাথ, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তোফায়েল, মোঃ জুবায়ের আহমেদ, শামসুন্নাহার বেগম, মোহাম্মদ জহুরুল ইসলাম, মোঃ আলী হোসেন, তাপস দেব নাথ, ছানা উল্লা শামীম, শাহ আলম, রাকেশ মজুমদার প্রমূখ। অনুষ্ঠানে ৫৩ জন কৃষকের মাঝে প্রত্যেককে একটি করে সাইনবোর্ড, পুষ্টি বাগান ঘেরা- বেড়ার জন্য নেট জাল, ১৩ রকমের বিভিন্ন জাতের সবজি বীজ, ৬টি ফলের কলমি চারা (আম, পেয়ারা, বরই, লেবু, পেঁপে), ৫০ কেজি (১ বস্তা) জৈব সার, বীজ সংরক্ষণ করার জন্য ১টি পাত্র দেওয়া হয়।