স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের চার জেলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে একদিনে ট্রাফিক আইনে সিলেটের ৪ জেলার ১০টি গাড়ি আটক করা হয়। রবিবার (২৬ জানুয়ারি) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্র জানায়, গত শনিবার (২৫ জানুয়ারি) ২৪ ঘন্টায় সিলেট জেলায় ৬, মৌলভীবাজারে ১৪, হবিগঞ্জে ৫ ও সুনামগেঞ্জ জেলায় ৯টি মিলিয়ে সিলেট রেঞ্জে মোট ৩৪টি ট্রাফিক প্রসিকিউশন করা হয়। এর মধ্যে সিলেটে ১৭ হাজার টাকা, মৌলভীবাজারে ৩৫ হাজার টাকা, হবিগঞ্জে ১৬ হাজার টাকা ও সুনামগঞ্জে ৩৩ হাজার টাকা মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।