মোহাম্মদ কামরুল হাসান ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ এর উদ্যোগে ২ দিনব্যাপী সীরাতুন্নবী সা. মহাসম্মেলন শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। বিকেল ৩টায় রেলওয়ে পার্কিংয়ে উক্ত সম্মেলনের উদ্বোধন করবেন আল্লামা আব্দুল হাকিম। ১ম দিন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন। দ্বিতীয় দিন শনিবার (২৫ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন আল্লামা মামুনুল হক। এছাড়া আল্লামা রশীদুর রহমান ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী উক্ত সীরাতুন্নবী সা. সম্মেলনে কোরআন ও হাদিস থেকে বক্তৃতা করবেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ সফি জানান- দেশ বরেণ্য উলামায়ে কেরাম, বুজর্গানে দ্বীন ও ইসলামিক স্কলারগণ উক্ত সীরাতুন্নবী সা. সম্মেলনের গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন।