স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে পুলিশের একটি টিম পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শায়েস্তাগঞ্জ দাউদনগর এলাকার নসির উল্লার পুত্র গরু চোর জমির উল্লা, রাজনগর এলাকার আলাই মিয়ার পুত্র রুবেল মিয়া ও অলিপুর এলাকার মুখলিছুর রহমানের পুত্র শিপন মিয়া। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com