স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে গরু চুরির খবর পাওয়া গেছে। কৃষকরা রাত জেগে গোয়াল ঘর পাহাড়া দিয়েও চুরি ঠেকাতে পারছেন না। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার বালিয়াহাটি গ্রামের শেখ ফজলে এলাহি আল মহসিন খন্দকারের গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে প্রায় আড়াই লাখ টাকা দামের দুইটি গাভি নিয়ে গেছে চোরেরা। এ খবর জানাজানি হলে কৃষকদের মাঝে চোর আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে রাত জেগে গোয়াল ঘর পাহাড়া দিচ্ছেন।
এ বিষয়ে সদর থানার ওসি আলমগীর কবির জানান, চুরি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com