তিন গ্রামবাসীর প্রতিবাদ সভা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ চাঁদা না দেওয়ায় নবীগঞ্জ উপজেলার পানিউমদা বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন মিথ্যা দাঙ্গার অভিযোগে স্থগিত করানোর ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন তিন গ্রামের লোকজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পানিউমদা ঈদগাহ ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়- সমিতির সভাপতি প্রার্থী আব্দুল মোহাইমিন চৌধুরী সমিতির পক্ষে পানিউমদা গ্রামের লাল মিয়ার ছেলে শেখ সুহেল মিয়া ও শেখ রুবেল মিয়া নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, জেলা সমবায় অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রার্থী ও ভোটাররা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করলেও শেখ সুহেল মিয়া ও শেখ রুবেল মিয়া তা বানচালের উদ্দেশ্যে এলাকায় দাঙ্গা হবে বলে থানায় অভিযোগ দিলে নির্বাচন স্থগিত করা হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় ঈদগাহ ময়দানে তিন গ্রামের লোকজন প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন খায়রুল ইসলাম, মুহাইমিন চৌধুরী বাবু, জহির আহমেদ জয়, আব্দুল মুকিত, ইমরান মিয়া ও অবসরপ্রাপ্ত এএসপি জাহিদ আহমেদ চৌধুরী।
সভাপতি প্রার্থী মুহাইমিন চৌধুরী বাবু বলেন, সুহেল ও রুবেল সমিতির সদস্যদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় মিথ্যা অভিযোগ দিয়ে নির্বাচন স্থগিত করিয়েছে। দ্রুত নির্বাচন সম্পন্ন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।