স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের চাঞ্চল্যকর আলী হোসেন (৪৫) হত্যা মামলা দীর্ঘ ৭ বছর পুনর্জীবিত হয়েছে। বিজ্ঞ বিচার এই মামলার বিচারের আদেশ দিয়েছেন। গত বছরের ২৪ নভেম্বর বিচারক ফৌজদারী রিভিশন মামলা নং সিআর ৬২/১৮ (বানি) নিহত আলী হোসেনের স্ত্রী বাদী রানু বেগমের পক্ষে এই আদেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হাফিজুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, আলী হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। তিনি ইকরাম গ্রামের হুরুন আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেনের সাথে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত বজলু মিয়ার পুত্র রেজু মিয়া, রফিক মিয়া ও সালাউদ্দিনের বিরোধ চলছিল। এরই জের ধরে আলী হোসেনকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল তারা। পরে পূর্বপরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। লাশ ফেলে রাখা হয় বাড়ির পার্শ্ববর্তী রাস্তার পালে। স্থানীয় লোকজন আলী হোসেনের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।