স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামি সফিক মিয়াকে (৪৫) আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের হরিপুর এলাকা থেকে তাকে আটক করে।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, সফিক হবিগঞ্জের একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডজনের অধিক মামলা রয়েছে। তাছাড়া আদালত থেকে মাদক মামলায় তার ৬ বছরের সাজা রয়েছে। এতোদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থেকে মাদক বিক্রি করে আসছিল। আটক সফিক শহরের হরিপুরের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মৃত সাহেব আলীর পুত্র। গতকাল শুক্রবার রাত ৯টায় র‌্যাব-৯ তাকে সদর থানায় হস্তান্তর করে। এ বিষয়ে ওসি আলমগীর কবির জানান, আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।