স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগরের বাসিন্দা সাংবাদিক মোঃ উজ্জল আহমেদ ও হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের পুরাতন হাসপাতাল সড়কে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে এক সালিশ বৈঠকে এ বিরোধ নিষ্পত্তি হয়।
সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে উমেদনগরের মৃত তমিজ আলীর পুত্র সাংবাদিক উজ্জল আহমেদ ও একই এলাকার মৃত চান মিয়ার পুত্র সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে উজ্জল আহমেদ বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। অপরদিকে কামাল উদ্দিন খান হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিষয়টি দৃষ্টিকটু ও অশান্তির কারণ হওয়ায় সাংবাদিকদের পক্ষ থেকে তাদের বিরোধ মীমাংসার উদ্যোগ নেয়া হয়। এ প্রেক্ষিতে গতকাল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে সালিশ বৈঠক আহ্বান করা হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, রাসেল চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মঞ্জরুল হক মাসুদ, সাংবাদিক জালাল উদ্দিন জুয়েল, মীর মোঃ সাজন মিয়া, সামিউল হক, আব্দুল মতিন, উজ্জল বণিক প্রমূখ। সভায় উভয়পক্ষ তাদের মধ্যে সৃষ্ট বিরোধের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সাথে তাদের দায়েরকৃত মামলা নিজ নিজ উদ্যোগে প্রত্যাহার করে নেয়ার অঙ্গীকার করেন।