মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
সূত্র জানায়, মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল বাশারের ছেলে আবু মুছার নিকট থেকে ২২ লাখ টাকা নেয় উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চকরাজেন্দ্রপুর গ্রামের সেলিম আহামেদ (আলীম) মিয়ার স্ত্রী মোছাঃ রুনা আক্তার। টাকা নিয়ে রুনা আক্তার আবু মুছাকে চেক প্রদান করেন। পরবর্তীতে শিক্ষিকা রুনা আক্তার টাকা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন।
এই ঘটনায় আবু মুছা বাদি হয়ে রুনা আক্তারের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং-সিআর ৩৭৮/২২)। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।