নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঘুরাবই গ্রামের তাউছ মিয়ার বোরো ধানের চারায় বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে জমিতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে তাউছ মিয়া ঘটনাটি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবগত করেছেন।
তাউছ মিয়া জানান- পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার বোরো ধানের চারায় বিষ প্রয়োগ করে। এতে জমির ধানের চারা অনেকাংশই নষ্ট হয়ে গেছে। বাকীগুলোও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে তিনি প্রায় ২ লক্ষাধিক টাকার ধান সংগ্রহ করা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জানান- সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তার জমিতে বিষ প্রয়োগ করেছে। ধানের জমিতে বিষ প্রয়োগ করে চারা নষ্ট করার ঘটনায় এলাকার কৃষকরা নিন্দা জ্ঞাপন করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম বলেন- অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জড়িতদেরকে ছাড় দেওয়া হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com