যুবদল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি বরাবরই মানুষের সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করে। বিএনপি সব সময় মানুষের প্রত্যাশা পূরণে রাজনীতি করে। এ জন্য বিএনপির বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, কিন্তু বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারেনি। তিনি গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর যুবদল নেতৃবৃন্দের সাথে মতবনিমিয় সভায় এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- দেশে আজ সংস্কার শুরু হয়েছে। এই সংস্কারের রূপরেখা আরও ২ বছর পূর্বেই জাতির সামনে উপস্থাপন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে ২৭ দফা দিয়েছিলেন। পরবর্তিতে সমমনা দলগুলোর সাথে আলোচনা করে ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা জাতির সামনে ঘোষণা দিয়েছিলেন। আগামী প্রজন্মের প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের কথা এই ৩১ দফায় তুলে ধরা হয়েছে। তাই গ্রামে গঞ্জে মাঠে ময়দানে এই ৩১ দফার লিফলেট বিতরণে তিনি যুবদল নেতৃবৃন্দকে নির্দেশনা দেন।
পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মামুন ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শামীমে পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com