স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে। সোমবার (৬ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ থানার ওসির নেতৃত্বে এসআই আবুল হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সুরাবই গ্রামের কালা মিয়ার পুত্র রুবেল মিয়া। তার বিরুদ্ধে একটি মামলায় দেড় বছরের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা রয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি চানপুর গ্রামের আহমুদুল হককে আটক করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।