বানিয়াচংয়ে মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্ট
স্টাফ রিপোর্টার ॥ হাওরাঞ্চলের তরুণদের মাদক ও মোবাইল আসক্তিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রবাসী ব্যবসায়ী ও গ্রামবাসীরা। এ লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্ট। বিতরণ করা হয়েছে ফুটবল, জার্সিসহ খেলার বিভিন্ন সামগ্রী। এতে উৎফুল্ল হাওরপাড়ের কিশোর ও তরুণরা।
হাওরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ২৮টি টিম টুর্ণামেন্টে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার রাতে কাটখাল মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গভীর রাত পর্যন্ত জমজমাট খেলাটি গ্রামাঞ্চলের শত শত দর্শক উপভোগ করেন। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় আলমপুর ফুটবল একাডেমী ও রানার্সআপ হয় কাটখাল ক্রীড়াচক্র। প্রথম পুরস্কার দেয়া হয় একটি অত্যাধুনিক বাই সাইকেল। এসব আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠে পুকড়া ইউনিয়ন এলাকা।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com