বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও ২ বছর পূর্বে জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। এখন অনেকেই বলছেন দেশ সংস্কার করতে হবে। কিন্তু মূল সংস্কারের কাজ তারেক রহমান ২ বছর পূর্বেই শুরু করেছেন। দেশ সংস্কারের নামে যা বলা হচ্ছে ঘুরে ফিরে বিএনপির ৩১ দফার মধ্যে সবই আছে। বাংলাদেশকে আমেরিকা বানানো যাবে না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বাংলাদেশে থেকে, এদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে থেকে মাটি ও মানুষের কল্যাণে যা যা করার প্রয়োজন বিএনপি তাই করবে। ৩১ দফার মধ্যে তারেক রহমান জাতির কাছে এই বিষয়গুলো তুলে ধরেছেন।
তিনি রবিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি এবং ৮টি ইউনিয়ন ও সকল ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন- দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। আমাদের রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই এখন আমাদের প্রথম কাজ। মানুষের কাছে প্রমাণ করতে হবে, আওয়ামীলীগ এবং বিএনপি এক জিনিস না। বিএনপি নেতাকর্মীদেরকে সন্ত্রাসী কোনো কর্মকান্ডে লিপ্ত হওয়া যাবে না, মানুষকে অত্যাচার করা যাবে না, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মকান্ড করা যাবে না।
সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন- পালিয়ে যাওয়া শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তৈরী করা ভোটার লিষ্টে ওয়ান পার্সেন্ট মানুষেরও সমর্থন নেই। শোনেছি নতুন ভোটার লিষ্ট তৈরী করতে মাঠ পর্যায়ে পালিয়ে যাওয়া আওয়ামীলীগ ছাত্রলীগের লোকজনকে কাজে লাগানো হচ্ছে। যদি প্রশাসনে ঘাপটি মেরে থাকা কোনো কর্মকর্তা নিজের কর্মকান্ডে নিজেকে দালাল হিসেবে প্রমাণ করেন তাহলে হবিগঞ্জের ছাত্র জনতা আবারও জ্বলে উঠবে। সরকারী চেয়ারে বসে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে বিপ্লবী জনতা আপনাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না।
সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, এডিশনাল পিপি আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া প্রমুখ।