লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ হরষপুর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর এলাকায় নোম্যান্সল্যান্ডে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের আকাশ চন্দ্র দাস এর স্ত্রী বিনা রাণী দাস (৪৫) ও তার কন্যা রিয়া রাণী দাস (১৮)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।