স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির টহল দল মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামাতে সিগন্যাল দিলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে ভ্যান তল্লাশি করে ১ হাজার ৪৭ পিস শাড়ি, থান কাপড় ৮ হাজার ২৬৭ মিটার, সোফার কাভারের কাপড় ৮৬০ মিটার, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম ১ হাজার ৩০৪ পিস, বেটনোভেট সি ক্রিম ৪ হাজার ৮০০ পিস, স্কিন সাইন ক্রিম ৩২ হাজার ৪০০ পিস, ক্লোপ-জি ক্রিম ২৭ হাজার ২৮০ পিস, ওয়াইল্ড স্টোন বডি পারফিউম ৪১২ পিস, জনসন বেবি লোশন ৩৬০ পিস, কিটকাট চকোলেট ২১ হাজার ৮৮০ পিস।
জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ১০০ টাকা। আটক মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েঝে বলে জানান, লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান।