ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পূর্ব রানীগাঁও নিয়াজপুর মৌজায় গ্রীণল্যান্ড পার্কের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো এগ্রো ফার্মে হানা দিয়ে ফার্মে থাকা গরু ও গাড়লসহ বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে স্থানীয় জনতা। গত ৫ আগস্ট রাতে এবং ৬ আগস্ট দিন দুপুরে এ ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের কর্মচারী শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্ট রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দেড়শো লোক ফার্মে হামলা চালায় এবং পরদিন ৬ আগস্ট দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শতাদিক লোক ফার্মে লুটপাট চালায়। তারা ফার্মে থাকা ৪৬টি উন্নতজাতের গরু ও ৯০টি গাড়ল নিয়ে গেছে। এ সময় দুস্কৃতকারীরা ফার্মের কর্মচারীদের মারধর করে বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তিনি জানান, উক্ত ফার্মে পশুপালন ছাড়াও কমলা, মাল্টা, পেয়ারাসহ নানা ফল ও কৃষিজাত পণ্য উৎপাদন করা হয়।
এদিকে ফার্মে হামলা ও লুটপাটের সংবাদ পেয়ে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তাছাড়া শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহীনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com